আন্তর্জাতিক ডেস্ক :
গলা কেঁপে গেলো মমতা বন্দোপাধ্যায়ের। কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। বললেন, দলের মধ্যেই কেউ কেউ আমার মৃত্যু কামনা করছে। মরতে আমি ভয় পাইনা। লড়াই জারি থাকবে। কালীঘাটের বাড়িতে বিভিন্ন জেলার সভাপতি ও অন্য প্রমুখ নেতাদের বৈঠকে তৃণমূল সুপ্রিমোর মুখে এই কথা শুনে কেঁদে ফেললেন দলের প্রবীণ নেতা সুব্রত বক্সি। বলে উঠলেন, দিদি, আপনাকে অনেকদিন বাঁচতে হবে মানুষের পাশে থাকার জন্যে।
এইটুকু আবেগঘন মুহূর্ত বাদ দিলে মমতা সভার আগাগোড়াই ছিলেন আক্রমণাত্মক। তিনি বলেন, দলের একজন নেতা দল ছেড়ে গেলে লক্ষ কর্মী জন্মাবে। যারা দল ছেড়ে লুটেরাদের দলে নাম লেখাতে চাইছে তারা চলে যেতে পারে । মমতা বলেন, ভোট এলেই কেন্দ্রের শাসক দল এজেন্সির ভয় দেখায়। এই ভয় যাঁরা জয় করতে পারবেন, সাহস নিয়ে মোকাবিলা করতে পারবেন তাঁরা দলে থাকুন। স্বৈরাচারী বিজেপিকে উৎখাত করার ডাকও দেন মমতা।