Home : বাংলাদেশ : অপরাধ : কলাপাড়ায় অবৈধ ভাবে চলছে ১ টি ইট ভাটা প্রশাসন  নিরব 

কলাপাড়ায় অবৈধ ভাবে চলছে ১ টি ইট ভাটা প্রশাসন  নিরব 

মোঃ কামরুজ্জামান হেলালঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে স্বমিল বসিয়ে এবং অবৈধ ড্রাম চিমনী দিয়ে ইটপুরে এক ভাটার মালিক  ব্যবসা করে যাচ্ছে পুরোদমে। সুত্রে জানা গেছে,  কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউপির চাকামইয়া গ্রাম ( তারিকাটা বাজার  সংলগ্ন) স্থানে দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ ব্রিকস নামের একটি ইট ভাটায় ড্রাম চিমনী দ্বারা ও জ্বালানি কাঠ ব্যবহার করে প্রতিনিয়ত ইট পোড়ানো হচ্ছে। ফলে এ ইট ভাটার ধোয়ায় উক্ত ভাটার চারপাশের জনবসতি, স্কুল, মাদ্রাসা মসজিদ, ও কমিউনিটি ক্লিনিকের মানুষজন, ছাত্র – ছাত্রী, মুসল্লী এবং আগত রুগীরা সর্দি, কাঁশি, শ্বাসকস্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পাশাপাশি গাছ পালা,গবাদি পশু, হাস – মুরগী ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে বিনষ্ট হচ্ছে পরিবেশ। সুত্রে আরও জানা গেছে, ইতিমধ্যে  ভুক্তভোগী জনগণ উক্ত ইট ভাটা বন্দ করার আকুতি জানিয়ে মানববন্ধন করে প্রতিকার না পেয়ে সংশ্লিষ্ট দপ্তর গুলোতে অভিযোগ দিয়েছেন। এমনকি এ ইট ভাটা নিয়ে সম্প্রতি দু’ একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে তবু্ও  কলাপাড়া বনবিভাগ কতৃপক্ষ ও এ উপজেলা প্রশাসনের টনক নড়েনি। এ যেন দেখার কেউ নেই। এ বিষয় জানতে বিসমিল্লাহ ব্রিকসের ম্যানেজার মোঃ নুরুল আমিন এর মুঠোফোনে কল দিলে তিনি ভাটার মালিকের সাথে কথা বলতে বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ব্যপারে জানতে বন বিভাগের কলাপাড়া উপজেলার রেঞ্জ অফিসার মোঃ সালাম মিয়ার মুঠোফোনে  কল দিলেও তিনি ফোন কল রিসিভ করেনি। উক্ত বিষয় জানার জন্য কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এর মুঠোফোনে বার বার কল দিলে ও প্রতিবারই ব্যস্ত পাওয়া যায়। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

About Moniruzzaman Monir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*