চুয়াডাঙ্গা প্রতিনিধি: ৪ঠা ডিসেম্বর- আজ শুক্রবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলাধীন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের পুত্র আলমগীর হোসেন বিশ্বাস (২৭) এর গলিত লাশ পুলিশ বাড়ির পাশের উজ্জল মোল্লার পুকুরের কচুরীপানার মধ্য থেকে উদ্ধার করেছে।
আজ বেলা ১১ টার সময় মাছ ধরার জন্য ঐ কচুরীপানা পরিষ্কার করার সময় লোকজন নিহত আলমগীরের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দিলে আলমডাঙ্গা থানা পুলিশ ঐ লাশ উদ্ধার করেছে। উক্ত নিহত আলমগীর গত ১০ ই অক্টোবর রাত্রে নিখোজ হয়। তার নিখোজের পরি আলমগীরের বড়ভাই জানায় যে, তাকে খোজাখুজির পর পাওয়া না গেলে একটি সাধারণ ডাইরী করা হয়েছিল। নিহত আলমগীরের পরিবারে অভিযোগ করে যে, তার নিকটতম বন্ধু একই গ্রামের শিলন আলীর সঙ্গে আর্থীক লেনদেন থাকতে পারে এবং সেইজন্য শিলনই আলমগীরকে কৌশলে নিয়ে হত্যা করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানান যে, এটা একটি পরিকল্পিত হত্যা। খুনি যেই হোকনা কেন গ্রেফÍার করা সম্ভব হবে।
