মিলন খান,খোকসা।। ইংরেজি নতুন বছর ২০২১ উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমান পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান (লিটন মোল্লার) উদ্যোগে শুক্রবার জুম্মা নামাজ শেষে ওসমানপুর ইউনিয়নের সকল মসজিদ-মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কুষ্টিয়ার ৪ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ এর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি আনিসুর রহমান লিটন মোল্লার পক্ষে সার্বিক পরিচালনা করেন ওসমানপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম আকরাম টনি, সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জিল্লু শেখ, ও হারুন জোয়াদ্দার সহ ইউনিয়ন যুবলীগের কর্মী ও মসজিদের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
জুম্মা নামাজ শেষে বিশেষ মোনাজাত এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ও সারা বিশ্ববাসীকে এ ভয়াবহ করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এবং পরিশেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।