ধর্ষণের শিকার ভুক্তভোগীর সঙ্গে বিয়ের শর্তে জামিন পেয়েছে মাদারীপুরের এক ধর্ষক। তার নাম রবিউল বেপারী।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিয়ের সুযোগ দিতে তাকে জামিন দিয়েছেন। শর্ত অনুযায়ী জামিনে মুক্ত হওয়ার পর তাদের বিয়ে হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের বটতলা এলাকার আবদুর রব বেপারীর ছেলে রবিউল সদর থানার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রেম করত। বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করে সে। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের ২৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ ওই দিনই রবিউলকে গ্রেপ্তার করে। কয়েক মাস জেল খাটার পর অবশেষে তাকে বিয়ে করার শর্তে জামিন পেয়েছে রবিউল।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং জানান, আদালতের অনুমতি নিয়ে ছেলেমেয়ে এবং তাদের উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আমলে নিয়ে আদালত রবিউলকে জামিন দিয়েছেন। রোববার আদালত চত্বরেই তাদের বিয়ে হয়েছে।