যশোর অফিস : যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় সাতজন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীসহ ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোর সিভিল সার্জনের কার্যালয় থেকে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নমুনা সংগ্রহকারীসহ তিনজন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নার্স এবং যশোর জেনারেল হাসপাতাল, শার্শা ও চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দুজন করে চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এদিকে গতকাল রাতে অভয়নগর উপজেলার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন কার্যালয়ের গণমাধ্যম মুখপাত্র ও চিকিৎসা কর্মকর্তা মো. রেহেনেওয়াজ বলেন, ‘২৪ ঘণ্টায় যশোরে ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের হাসপাতালের আইসোলেশনে রাখা হবে নাকি বাড়িতে রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমাদের দল মাঠে কাজ করছে।’ যশোরে এ পর্যন্ত মোট ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন চিকিৎসকসহ ৩৫ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্তদের মধ্যে ১৯ জনকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সূত্রে জানা গেছে, যবিপ্রবি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৯টির ফলাফল পজেটিভ এসেছে। এর মধ্যে যশোরের ৫৭টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ এসেছে। যবিপ্রবি পরীক্ষাগারে গত পাঁচ দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা বন্ধ ছিল। গতকাল সোমবার থেকে আবার নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাব বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে ল্যাবের সহকারী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বলেন, ‘পরীক্ষাগার জীবাণুনাশক করার জন্য সাময়িক বন্ধ রাখা হয়েছিল।’
