অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৭২৫ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মঙ্গলবার একদিনে দুই লাখ ৪৭ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। খবর সিএনএনের
দেশটিতে করোনায় এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ১৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৫৬৩ জনের।
করোনা ঠেকাতে দেশটিতে মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ৪৫ হাজার ১৭৫ জন টিকা দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে সম্প্রতি করোনার যে নতুন ধরন ছড়িয়ে পড়েছে সেই একই ধরন যুক্তরাষ্ট্রেও এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এই নতুন ধরন শনাক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শনাক্ত হওয়া ওই ব্যক্তির বয়স ২০। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
উল্লেখ্য, দুই সপ্তাহ আগে যুক্তরাজ্যে প্রথম করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়। এরপর ছড়িয়ে পড়েছে কয়েকটি দেশে। করোনার এই নতুন ধরন ৭০ শতাংশ বেশি দ্রুত ছড়ায় বলে গবেষকদের দাবি।