Home : বিনোদন : শাহরুখ বললেন, এ বছর দেখা হচ্ছে

শাহরুখ বললেন, এ বছর দেখা হচ্ছে

বিনোদন ডেস্ক

বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ‘জিরো’। ছবিটি ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায়। ব্যবসা করতে পারেনি ছবিটি। এরপর গেল দুই বছরে শাহরুখের নতুন ছবি আসেনি।

কিন্তু বলিউড বাদশাহকে দেখার জন্য উদগ্রীব ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি পোস্ট করলেই মন্তব্যের ঘরে দেখা যায় নতুন ছবি নিয়ে আসার আহ্বান।

ভক্তদের সেই চাওয়া অনুভব করেন শাহরুখ। তাই নতুন বছরের শুরুতেই এক ভিডিও বর্তায় ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিলেন সুখবর। জানালেন,’২০২১ সালে বড়পর্দায় আপনাদের সঙ্গে দেখা হবে।’

ভিডিওটি প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। শোনা যাচ্ছে, গত নভেম্বরে যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাহরুখ খান।

সম্প্রতি মুম্বাইয়ের যশরাজ স্টুডিওর সামনে ভিন্ন লুকে দেখা গেছে শাহরুখকে। এরপর গুঞ্জন শুরু হয়, শাহরুখ তার নতুন ছবিটির শুটিং করে দিয়েছেন, যদিও এ বিষয়ে যশরাজ ফিল্মস বা শাহরুখের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

About Moniruzzaman Monir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*