শৈলকুপা প্রতিনিধি :
উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার মসজিদের কমিটিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামীলীগের বিবাদ চলে আসছিল। মসজিদ ফান্ডের টাকা পয়সার সঠিক ব্যবহার, অবকাঠামো উন্নয়ন ও কমিটির সদস্যদের মাঝে প্রভাব বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন ও সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের কর্মী সমর্থকেরা শুক্রবার সকাল ৮টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়গ্রুপে অন্তত ১৫ জন আহত হয়েছে। আলমডাঙ্গা বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।