মো. রাশেদ আহমেদ (সুমিত) (৪৮) রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১0টা ২০ মিনিটে মিরপুর সেকশন-৭ নং-এর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তার ভাই বাবু, সোনালী খবরের প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তার জন্ম ৩রা ডিসেম্বর, ১৯৭৩ সালে নোয়াখালী জেলায় গুণী এই শিল্পী জন্মগ্রহণ করেন। তিনি ২ কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন। বাবু আহমেদ বলেন, ‘আমার ভাই আর নেই’। মো. রাশেদ আহমেদ (সুমিত) কিছুদিন শারীরিক অসুস্থতার কারনে নিয়মিত কাজ করতে পারছিলেন না। তাই তিনি কিছুদিন বাড়ীতে বিশ্রাম ছিলেন। এক সহকমীর সাথে মুঠো ফোনে আলাপ হলে সহকমী বলেন, আমি গত ২০ ফেব্রুয়ারী, শনিবাব সন্ধ্যায় ভাল ভাবে কথা বলেছেন।
তার আত্মার শান্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। মৃত্যুর পর তাকে মোহাম্মদপুর আন্জুমান হাসপাতে তাকে নেয়া হয়, এবং সেখানে তার লাশ এর গোসল করানো হয়। সোমবার তার নিজ গ্রামের বাড়ী নোয়াখালীতে মরহুম রাশেদ আহমেদকে দাফন করা হবে।
![]() |
![]() |