বলিউড সুপারস্টার সালমান খান। প্রভুদেবা পরিচালিত রাধে: ইন্ডিয়াস মোস্ট ওয়ান্টেড কপ সিনেমায় অভিনয় করবেন। এতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা করেননি নির্মাতারা।তবে এ নিয়ে জল্পনা থেমে নেই। পিংকভিলা ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার নায়িকা চরিত্রে দিশা পাটানিকে দেখা যাবে। ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে বাঘি-টু অভিনেত্রী। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। শোনা গিয়েছিল, এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন আনুশকা শর্মা।ওয়ান্টেড, দাবাং-থ্রি’র পর প্রভুদেবার সঙ্গে এটি সালমানের তৃতীয় সিনেমা। আগামী ৪ নভেম্বর থেকে মুম্বাইয়ে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।এর আগে সালমানের ভারত সিনেমায় অভিনয় করেছেন দিশা পাটানি। চলতি বছর জুনে এটি মুক্তি পায়। আলী আব্বাস জাফর পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করেন— ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার প্রমুখ।
About struggle
এই বিভাগের আরো খবর
করোনায় আক্রান্ত নায়ক কাজী মারুফ ও তার স্ত্রী
March 29, 2020
মাদারীপুরে সরকারি ৬৮ বস্তা চালসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক
March 29, 2020
৫০ হাজার হতদরিদ্রকে একমাস খাওয়াবে ডিএসসিসি
March 28, 2020
বিয়ের খবর জানালেন সাবিলা
October 14, 2019