করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর হচ্ছে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়ে সরকারি নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তারা।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে এই বার্তা দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, সরকার প্রদত্ত নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবারই অসন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা লক্ষ্য করেছি পুরান ঢাকায় কিংবা ঢাকার কিছু কিছু এলাকায়, ঢাকার আশেপাশে, ইউনিয়নে, গ্রামে গঞ্জে মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়ছেন, বাইরে ঘোরাফেরা করছেন, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন। এসব করবেন না। এতে করে সংক্রমণ আরও ছড়িয়ে যাবে।”
এদিনই সেনাবাহিনী কঠোর হওয়ার বার্তা দিল।
এদিন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছিলেন, নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে যত সংখ্যক সেনা সদস্য মোতায়েন প্রয়োজন, তা করা হবে।