শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবিকা অর্জনের একমাত্র সম্বল অটোরিকশা উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মাসুদ রানা (২৪), ইব্রাহীম (২৫) ও মাকসুদ (২১)। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
শনিবার (১৬ নভেম্বর ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ঘটিকায় শারীরিক প্রতিবন্ধী রিপন মিয়া মিরপুর-১২ থেকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হয়। সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে মিরপুর-২ এলাকার লাভ রোডে কেন্দ্রীয় মন্দিরের সামনে অটোরিকশা নিয়ে অবস্থানকালে শাহআলী মাজারে যাওয়ার কথা বলে তিনজন যাত্রী অটোরিকশায় উঠে। মিরপুর ২নং সেকশনের, ব্লক-জি এর ৩নং রোডে পৌঁছালে যাত্রীবেশে থাকা একজন ধারালো দেশীয় অস্ত্র ছুরি বের করে অটোরিকশা চালক রিপনের গলায় ধরে এবং প্রাণনাশের ভয় দেখায়। অন্য দুইজন রিপনকে আঘাত করে জোরপূর্বক তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে সনি সিনেমা হলের দিকে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় সেদিন রাতে রিপন মিরপুর মডেল থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। পরে রাত সাড়ে তিনটার দিকে রূপনগর থানার ইস্টার্ন হাউজিং ঘরোয়ার মোড় থেকে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত মাসুদ, ইব্রাহীম ও মাকসুদ নামের তিনজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শারীরিক প্রতিবন্ধী রিপনের জীবিকা অর্জনের একমাত্র সম্বল ছিনতাই হওয়া অটোরিকশাটি এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, তারা চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, অটোরিকশা ও পথচারীদের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
ডিআই/এসকে