অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের সামাজিক কার্যক্রমের (CSR) ধারাবাহিকতায় রোজ মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে, ফেনী জেলার অধীনে লক্ষ্মীপুর উপজেলার ৮ নং চরকাদির ইউনিয়নের সর্ব-পূর্বের কমলনগর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন। স্থানীয় স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তার এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এই ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হয়। এই মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন অন্ট্রেপ্রেনিওরস ক্লাবের পক্ষ থেকে ফাউন্ডার মেম্বার মো.আবদূর রহমান নিপু ও অফিস সেক্রেটারী মো.সোলায়মান আহমেদ জীসান।
ই-ক্লাবের সদস্যদের পক্ষ থেকে বন্যা দূর্গতদের জন্য গৃহীত দানের অর্থ দিয়ে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থাপনা করা হয়।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের প্রেসিডেন্ট ড. মো. শাহ আলম চৌধুরী বন্যা দুর্গতদের জন্য অর্থ অনুদানকারী সকল সদস্যের প্রতি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেক্রেটারি জেনারেল বিপ্লব রাহুল ঘোষ এই সামাজিক কাজকর্মের ধারা অব্যহত রাখবেন বলে জানিয়েছেন।
এছাড়াও আগামী মাসে আরও একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে গভর্নিং বডি চেয়ারম্যান কামরুল হাসান জানান।
অন্ট্রাপ্রেনিওরস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, দেশ এবং দেশের সামাজিক ও জাতীয় উন্নয়নে ই-ক্লাব বদ্ধ পরিকর। সরকারের পাশাপাশি থেকে দেশকে পুনর্গঠন এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই ক্লাবের মূল লক্ষ্য।