অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে ও ওমেন্স ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ” *শীতার্তদের পাশে আমরা* ” শ্লোগানে অনুষ্ঠিত হয়ে গেলো- দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ।
অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব ওমেন্স ফোরাম ও সংগঠনের জিবি, ইসি এবং সাধারণ সদস্যদের সহযোগিতায় সোমবার ( ২৫ ডিসেম্বর ) নরসিংদীর বালুসাইর গ্রামে সহায় সম্বলহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে অন্ট্র্যাপ্রেনিওরস ক্লাব এর গভর্নিং বডি চেয়ারম্যান কামরুল হাসান এবং ওমেন্স ফোরামের কো-চেয়ার শাম্মী আক্তারের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির ওমেন্স ফোরাম ডিরেক্টর ইনচার্জ তাসলিমা জলি, পি আর সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি , ওমেন্স ফোরাম মেম্বার লামিয়া আবেদিন সালসাবিল।
এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সদস্য তৌফিকুর রহমান , এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য সাধারণ সদস্যগন।
কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সংগঠনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।