বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

অবৈধ অস্ত্রের তথ্য চাই ডিএমপি,জানাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া এবং লাইসেন্সকৃত অস্ত্র জমা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেঁধে দেওয়া সময় শেষ হয়েছে গত ৩ সেপ্টেম্বর। এরপর থেকে সারাদেশে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ঢাকা মহানগরকে অবৈধ অস্ত্রমুক্ত করতে এ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেল পাঠানো এক
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়,৪ সেপ্টেম্বর থেকে স্থগিতকৃত লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী,সংস্থার বেহাত,হারানো অস্ত্রসহ সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। আপনার কাছে অবৈধ অস্ত্রের তথ্য থাকলে অনুগ্রহপূর্বক এ বিষয়ে পুলিশকে অবহিত করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে অবৈধ অস্ত্রমুক্ত করতে বদ্ধপরিকর।

যেভাবে তথ্য প্রদান করা যাবে:

আপনার কাছে অবৈধ অস্ত্র সংক্রান্তে কোন তথ্য থাকলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করতে পারেন বা নিকটস্থ থানাকেও অবহিত করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে কিংবা নিম্নেবর্ণিত হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানিয়ে দিতে পারেন। আপনার পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।
•জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯
হোয়াটসঅ্যাপ নং: 01320-037870, 01320-037871
ফেসবুক পেজ লিংক: https://www.facebook.com/dmpdhaka

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category