যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে চায় তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন,‘কোনো অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না।’
শনিবার রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করব। এটা আমাদের সহকর্মীদের সঙ্গে আলাপ করার পর করব। তিনি বলেন, যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না। ভবিষ্যতে যদি কেউ চেষ্টা করে তাদের হাত আমরা ভেঙে দেব, যারা আইনশৃঙ্খলার অবনতির করতে চায়।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ডিআই/এসকে