চাকরি স্থায়ীকরণের আন্দোলন স্থগিত করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়,স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা সাধারণ আনসারদের দাবি-দাওয়া সমাধানের কার্যক্রম গ্রহণের নিশ্চয়তা দেয়ায় আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে।
আনসার বাহিনীর সদস্যরা বলেন,জাতির যে কোনো দুর্যোগে যে কোনো সময় আনসার সদস্যরা নিবেদিত প্রাণ,তবে তারা সবসময় থাকেন উপেক্ষিত। তাই রাষ্ট্রের যে পরিবর্তন হচ্ছে তার সাথে আনসার সদস্যদের জীবনমান পরিবর্তনের জন্য সাধারণ আনসার সদস্যদের চাকরি স্থায়ীকরণ এখন সময়ের দাবি।
ডিআই/এসকে