রাজধানীর সবুজবাগ এলাকার মাদকের গডফাদার ২৫ মাদক মামলার আসামী মো.এহসানুল হক চৌধুরী বাপ্পাকে (৩২) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার রাতে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় বাপ্পার বাসায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়। ডিএসিসি সূত্রে জানা গেছে,শুধুমাত্র সবুজবাগ থানাতেই এই মাদক কারবারির বিরুদ্ধে ২০টি মাদক মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এসব তথ্য নিশ্চিত করেন।
কে এই এহসানুল হক চৌধুরী বাপ্পা?
মো.এহসানুল হক চৌধুরী বাপ্পা (৩২) সবুজবাগ এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী ও মাদকের গডফাদার। তার বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় ২০টি, খিলগাঁও থানায় ২টি,মুগদা থানায় ২টি এবং পল্টন থানায় ১টিসহ মোট ২৫টি মাদক মামলা আছে। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারী ও এপ্রিল মাসেও ইয়াবাসহ গ্রেফতার হয়। পরে জামিনে বের হয়ে এসে পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে,সবুজবাগ ও বাসাবো এলাকার ঝিলপাড় এলাকার নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবনে নিয়মিত মাদকের আসর বসানো ও মাদক কেনাবেচার নেপথ্যে এই মো.এহসানুল হক চৌধুরী বাপ্পা। তিনি সবুজবাগ ও বাসাবো এলাকার মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
ডিআই/এসকে