বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

ওসমানী বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণসহ দুবাই ফেরত যুবক আটক

নিজস্ব প্রতিবেদক / ২০ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ন

কাস্টমস ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৫ পিস সোনার বার ও ৪ পিস স্বর্ণপিন্ড সহ হোসাইন আহমদ নামে দুবাই ফেরত এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২৫২ ফ্লাইটটি দুবাই থেকে এসে ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দসহ ওই যুবককে আটক করা হয়।

সিলেটের ওসমানী বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি। যার বাজারমূল্য আনামানিক ১৬ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ১২০টাকা।

আটক হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোমরাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি A 15193246 নম্বর পাসপোর্টধারী যাত্রী ছিলেন।

বিমান বন্দরের কাস্টমস বিভাগ সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হয়ে অভিযান চালানো এ সময় তার লাগেজের মধ্যে তিনটি জুসের মেশিনের ভেতর ১০৫ পিস সোনার বার ও ৪ পিস স্বর্ণপিন্ড উদ্ধার করা হয়।

বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করে ওই যাত্রী চলে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে কাস্টমস বিভাগ।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category