গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো.সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে যশোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন,গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডসাজা আসামি সিপাহী মো.সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে