কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ওই আসামীর নাম লুকিমুদ্দিন ওরফে লোকমান।
রবিবার দুপুরে গাজীপুর বাসন থানাধীন কড্ডার মোল্লা হোটেলের সামনে থেকে গ্রেফতার করা হয়।
সোমবার র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়,দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভুত সংকটপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে গত ৬ আগস্ট সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভিতরে থাকা কারাবন্দিরা কারাগারের ভিতরে ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে পলানোর চেষ্টা করে। ঐসময় কয়েকজন কারাবন্দি কারাভ্যন্তরে শতাব্দি কারাবন্দি ভবনের লকআপ গেইট ভাংচুর করিয়া বাহির হইয়া ভবনের সিড়িতে লাগানো লোহার এঙ্গেল খুলে আক্রমনের হাতিয়ার তৈরী করে এবং অন্যান্য কারাবন্দি ভবনের লকআপ গেইট ভেঙ্গে ভবনের কারাবন্দিরা ভবন থেকে বাহির হয়ে একত্রিত হইয়া ভাংচুর,দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ শুরু করে।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলার্ম বাজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে অফ ডিউটিতে থাকা কারারক্ষীগণ কারাভ্যন্তরে প্রবেশ করিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় কারাবন্দি কর্তৃক ২৫ জন কারারক্ষি গুরুতর আহত হন। কারাবন্দিদের আক্রমণের কারণে কারারক্ষীরা চলে আসতে বাধ্য হয়।
দাঙ্গা হাঙ্গামার মধ্যে কারাবন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৪৮১৭/এ লোকমান (৫৪)সহ অন্যান্য কারাবন্দিরা কারাভ্যন্তরে বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভাঙ্গিয়া মই বানিয়ে বাউন্ডারীর উপর দিয়ে কারাগারের পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। একদল কারাবন্দিরা প্রধান গেইটে আক্রমণ করতে অগ্রসর হয়।
পরবর্তীতে কারারক্ষি ও আগত সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত দাঙ্গা হাঙ্গামায় অত্র কারাগারের বিভিন্ন স্থাপনায় মধ্যে দর্পন কারা ভবনে আগ্নিসংযোগ,শতাব্দী সহ অন্যান্য ভবনের সিড়ি,সিড়ির রেলিং,লোহার গ্রীল,লকআপ এর দরজা,তালা,কেইস টেবিল ভাংচুর ও অগ্নি সংযোগ, বন্দিদের থালাবাটি,কম্বল ভাংচুর ও অগ্নিসংযোগ, পেরিমিটার ওয়াল ছি্িদ্রকরণ, বৈদ্যুতিক পোল ও তার উপড়ে ফেলা,সিসিটিভি ক্যামেরা ভাংচুর,পানির পাইপ লাইন ভাংচুর,ভবনের বাথরুমের টাইলস্ ভাংচুর, সরকারী নথিপত্রে অগ্নিসংযোগ সহ ইত্যাদি কারা অপরাধ সংগঠিত করে। যাহার মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমাণিক পঞ্চাশ লক্ষ টাকা।
এই ঘটনায় কারাগারের জেলার মো.লুৎফর রহমান গাজীপুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
র্যাব জানায়,মামলার পর র্যাব-১ এর স্পেশালাইজ্ড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে। রবিবার দুপুরে অভিযানিক দলটি জানতে পারে মামলার মামলার ৮০ নং আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদী নং-৪৮১৭/এ লোকমান গাজীপুরের বাসন থানাধীন কড্ডা সাকিনস্থ এলাকায় আত্মগোপনে আছে।
এরপর সেখানে অভিযান চালিয়ে বাসন থানার কড্ডা সাকিনস্থ মোল্লা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামী লোকমান(৫৪) এর কাছ থেকে ১ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে