কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৩ এর একটি দল রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে.কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি বলেন,গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে গত ৬ আগস্ট বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে‘বিদ্রোহের সময়’দেয়াল টপকে ২০৯ বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে একজন এমদাদুল হক গন্ডার।
১১ বছর আগে রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যায় এমদাদুল হক ওরফে গন্ডারকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। ২০২২ সালের ৩০ মে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
ডিআই/এসকে