ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকা থেকে অপহৃত ০৭ বছরের শিশু জান্নাতকে ফেনী থেকে উদ্ধার করেছে র্যাব।
রবিবার দুপুরে ফেনী পৌরসভার মধ্যম রামপুর থেকে র্যাব-১০ এবং র্যাব-৭ এর যৌথ অভিযানে অবৈধ শিশুকে উদ্ধারসহ অপহরণকারীকে বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) সকালের র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় বসবাসকারী সাজিয়া আক্তার (২৯) তার পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় বসবাস করে আসছে। গত ৮ নভেম্বর দুপুরে সাজিয়ার বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় নিখোঁজ হয় সাজিয়ার শিশু কন্যা জান্নাত (৭)। পরবর্তীতে ওইদিন সন্ধ্যায় বিল্লাল নামে এক ব্যাক্তি জান্নাতের মা সাজিয়াকে ফোন করে জানায় যে, সে জান্নাতকে অপহরণ করে নিয়ে গেছে এবং ভিকটিম জান্নাত তার কাছে আছে। সে আরও জানায় ভিকটিম জান্নাতকে জীবিত পেতে হলে মুক্তিপণ বাবদ নগদ ১ লাখ টাকা দিতে হবে নাহলে সে জান্নাতকে প্রাণে মেরে ফেলবে।
সন্তানের জীবনের কথা চিন্তা করে অপহরণকারী বিল্লালকে বিকাশের মাধ্যমে মোট ১০ হাজার টাকা দিলেও আরও ৯০ হাজার টাকার জন্য জান্নাতের মা সাজিয়াকে হুমকি প্রদান করতে থাকে।
এ ঘটনায় রবিবার কেরানীগঞ্জ মডেল থানায় বিল্লাল মিয়া সহ আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে অপহরণ মামলা দায়ের করেন সাজিয়া।
বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল জান্নাতকে দ্রুত উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রবিবার র্যাব-১০ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে ফেনী মডেল থানাধীন ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলামা থেকে অপহৃত জান্নাতকে উদ্ধারসহ অপহরণকারী বিল্লাল মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল শিশু ভিকটিম জান্নাতকে অপহরণের বিষয়টি স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে