বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

গণভবন থেকে লুট করা টাকার ভাগ নিয়ে দ্বন্দ্ব,উদ্ধার করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই একদল মানুষের লক্ষ্যবস্তু হয় প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থল গণভবন।

হাজার হাজার মানুষ গণভবন থেকে লুট হওয়া টাকা, আসবাবপত্র,শাড়ি-গয়না,এমনকি হাঁসমুরগিও লুট হয়ে যায়। সে দিন গণভবন থেকে লুট হওয়া মালামালের মধ্যে একটি সিন্দুক আনেন মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি। সিন্দুকটিতে ১৬ লাখ টাকা ছিলো। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে খবর চলে যায় সেনাবাহিনীর কাছে। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাবের একটি টিম গিয়ে আট লাখ টাকা উদ্ধার করে।

গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা টাকা উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন,গণভবন থেকে সিন্দুক আনেন ৫ থেকে ৬ জিন ব্যক্তি। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তীতে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকা গুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান,একজন ব্যক্তি সেনাবাহিনীকে জানান,তার বাসার পাশে একটি ব্যাগে টাকা পাওয়া গেছে। পরে সেনাবাহিনী গিয়ে টাকাগুলো উদ্ধার করে। স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয় সেনাবাহিনীর টহল টিম।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন,“আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে। এই ঘটনায় কেউ আটক নেই।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category