রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই ব্যক্তির হলেন মো. রফিক(৬২) ও মো.সাব্বির (১৫)।
শনিবার সকালে গুলশান-২ নম্বরের ১০৮ নং রোড থেকে লাশ দুটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ। নিহত দুজন ওই এলাকার একটি বাসায় টেয়ারটেকারের কাজ করতেন। পুলিশের ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ। তিনি বলেন, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা একটি বাসার কেয়ারটেকারের কাজ করতেন।
নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে চলছে।
মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।
ডিআই/এসকে