বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবর্ষণকারী ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা সাত টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা,গুলিবর্ষন ও হত্যাকান্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে লিটনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিআই/এসকে