বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে চট্টগ্রামের কোতয়ালী থানা এলাকায় ছাত্র-জনতার উপর একে-৪৭ বন্ধুক দিয়ে গুলিবর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সোলায়মান বাদশাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব ১১)।
বুধবার মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতয়ালী থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর AK-47 সদৃশ রাইফেল দিয়ে গুলিবর্ষনের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সোলায়মান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব।
ডিআই/এসকে