ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো.মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপ কমিশনার।
ডিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ) ফারজানা ইয়াছমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (প্রশাসন) এবং ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) উপ কমিশনার কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নারী পুলিশ) পদায়ন করা হয়েছে।
ডিআই/এসকে