ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মো.মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), (অ্যাডমিন) ফারুক আহমেদকে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন),যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত),(ক্রাইম) মো.ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) মো.মাসুদ করিমকে অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম),যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) খোন্দকার নজমুল হাসানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক),যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) মো. শওকত আলীকে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্,ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিআই/এসকে