রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার Logo বাইক চালাতে পারেন না তবুও সাথে হেলমেট রাখতেন শুভ্র! গ্রেফতারের পর বেরোলো রহস্য Logo সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার Logo আমরা মাঠে আছি,নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান Logo ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৪৯ মামলা,জরিমানা আদায় প্রায় ৩১ লাখ Logo দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নির্বাচন কমিশনকে আওয়ামীকরণের সফল কারিগর সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে ব্যস্ত Logo আনসার বিদ্রোহ:এখনো সাড়ে ৮ হাজার আনসার সদস্য সাময়িক স্থগিত অবস্থায় আছে Logo দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে নিরাপত্তা দিবে ২ লক্ষাধিক আনসার Logo হারুন সম্পর্কে যা বললেন নতুন ডিবিপ্রধান

ডিএমপির যুগ্ম কমিশনার-ডিসি-এডিসিসহ ৩৭ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৭ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার,উপ-পুলিশ কমিশনার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৩৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়,ডিএমপি কমিশনার মো.মাইনুল হাসান স্বাক্ষরিত চারটি পৃথক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া চার যুগ্ম-পুলিশ কমিশনার হলেন,

ট্রাফিক-দক্ষিণের যুগ্ম কমিশনার খন্দকার ফরিদুল ইসলামকে পিওএমে,প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের হামিদা পারভীনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত,মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রাফিক-দক্ষিণে ও মোহাম্মদ শহীদুল্লাহকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ১২ ডিসি হলেন,

ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের মোহাম্মদ মাহবুব হাসানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত,ট্রাফিক-তেজগাঁও বিভাগের মোস্তাক আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;প্লানিং,রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগের মো.জাফর হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;ট্রাফিক-গুলশান বিভাগের আব্দুল মোমেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;এ এফ এম তারিক হোসেন খানকে মিরপুর ও তেজগাঁও বিভাগ ট্রাফিকে; মুহাম্মদ তালেবুর রহমানকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে;ট্রাফিক লালবাগ বিভাগের সালমা সৈয়দা পলিকে ট্রাফিক লালবাগ ও ওয়ারী বিভাগে; ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের মো. ফারুক হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত; দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে;মোহাম্মদ মাসুদ রানাকে প্লানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স বিভাগে,মো.তারেক মাহমুদকে ট্রাফিক গুলশান ও উত্তরা বিভাগে এবং ট্রাফিক উত্তরা বিভাগের সুমন দেবকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ১১ এডিসি হলেন,

মোহাম্মদ রাকিব খাঁনকে ট্রাফিক মিরপুর ও তেজগাঁও বিভাগে;মো.মোনতাছির রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;মো.শরিফুল আলমকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;রফিউদ্দীন আহমেদ যোবায়েরকে গোয়েন্দা মতিঝিল বিভাগে;মো.আকরামুল হাসানকে ক্রাইম-২ বিভাগে;মোহাম্মদ আফতাব উদ্দিনকে অপারেশনস-২ বিভাগে;এস এম আল-বেরুনীকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে;মাঈন উদ্দিন চৌধুরীকে প্রসিকিউশন-১ বিভাগে;মহিউদ্দীন আহমেদকে পরিবহন বিভাগে এবং মো.শরিফুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বদলি হওয়া ১০ সহকারী পুলিশ কমিশনার হলেন

মো.ফয়েজ ইকবালকে খিলগাঁও জোনে; তানভীর হাসানকে ট্রাফিক রমনা জোনে;নব কুমার বিশ্বাসকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;সাকিব হোসাইনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত;মো.মাসুদ রানাকে ট্রাফিক ধানমন্ডি জোনে;মো.আকতারুজ্জামানকে ট্রাফিক যাত্রাবাড়ী;মো. মাসুদ রানাকে মোহাম্মদপুর জোনে;শান্তা ইয়াছমিনকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে;তানজিল আহমেদকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত এবং মো.আসলাম সাগরকে ট্রাফিক মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category