ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনার পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শনিবার ডিএমপি কমিশনার মো.মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-উত্তর) মুহাম্মদ আশরাফ হোসেনকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে সদরদপ্তরে সংযুক্ত,ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ) মো. শহীদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে সদরদপ্তরে সংযুক্ত,ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) তারেক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ডিআই/এসকে