ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। বদলির পর তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।
কাকে কোথায় পাঠানো হলো?
গোয়েন্দা-গুলশান বিভাগের জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ট্রাফিক-তেজগাঁও বিভাগের সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, গোয়েন্দা-লালবাগ বিভাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, গোয়েন্দা-রমনা বিভাগের মো.হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে, ডিপ্লোম্যাটিক বিভাগের রবিউল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,গোয়েন্দা-মিরপুর বিভাগের মানস কুমার পোদ্দারকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গোয়েন্দা-মতিঝিল বিভাগের উপ-কমিশনার (খুলনা আরআরএফ হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো.রাজিব আলম মাসুদকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, গুলশান বিভাগের উপ-কমিশনার রিফাত রহমান শামীমকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে, রমনা বিভাগের মোহাম্মদ আশরাফুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,মতিঝিল বিভাগের হায়াতুল ইসলাম খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ওয়ারী বিভাগের মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,ওয়ারী বিভাগের মো. মাহবুব উজ জামানকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,তেজগাঁও বিভাগের এইচ এম আজিমুল হককে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে,মিরপুর বিভাগের মো.জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী অশরাফুল আজীমকে চট্টগ্রাম খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালরে সংযুক্ত করা হয়েছে।
একই আদেশে সারদা পুলিশ সুপার ফারুক আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালযয়ের পুলিশ সুপার খোন্দকার নাজমুল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,খুলনা পিটিসির পুলিশ সুপার মো.ইসরাইল হাওলাদারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হককে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার,পিবিআইয়ের পুলিশ সুপার রওনক আলমকে ডিএমপির উপ-পুলিশ কমিশনারে এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
ডিআই/এসকে