বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ অপরাহ্ন

ড. মো. নাজমুল করিম খানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার চাকরি পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক পুলিশ সুপার ড.মো.নাজমুল করিম খানসহ পাঁচ পুলিশ কর্মকর্তার চাকরি পুনর্বহাল করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননরিাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

চাকরি পুনর্বহাল হওয়া অন্য কর্মকর্তারা হলেন
— সারদায় পুলিশ একাডিমের উপ-মহাপরিদর্শক মো.আব্দুল্লাহ আল মাহমুদগ,সিআইডির সাবেক পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন মিঞা, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির ও টিডিএস ঢাকার সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো.জিল্লুর রহমান।

এসব কর্মকর্তার চাকরি পুনর্বহালের প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে’অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের আগ পর্যন্ত সময়কে কর্মরত গণ্য করে তার বকেয়া বেতনভাতাদি,পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন এসব কর্মকর্তা।

সিনিয়র সচিব ড.মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়নাজমুল করিম খানকে। তখন তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগে কর্মরত ছিলেন। নাজমুল করিম খান বিসিএস পুলিশ ক্যাডারে ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং জাপান থেকে কৃষিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

যা আছে সরকারি চাকরি আইনে

সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যেকোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে। তবে শর্ত থাকে যে,যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ,সেইক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে।’

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category