রাজধানীর বিভিন্ন সড়কে গতকাল শনিবার (১৬ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৩৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব মামলায় ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গতকাল শনিবার (১৬ নভেম্বর) একদিনে অভিযান পরিচালনা করে ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সংক্রান্তে ১৩৮১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
ডিআই/এসকে