নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হল ছাত্রলীগ শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগরকে রাজধানীর কাকরাইল থেকে আজ সন্ধ্যায় গ্রেফতার করেছে ডিবি।
ডিআই/এসকে