বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় সঞ্জয় পাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৮ অপরাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগের মামলায় সঞ্জয় পাল নামে এক শিক্ষার্থীকে গাইবান্ধায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

এর আগে একইদিন ভোর রাতে গাইবান্ধার বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া শিক্ষার্থী সঞ্জয় গাইবান্ধা শহরের সরকার পাড়ার রঞ্জিত পালের ছেলে।

পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন,‘ঢাকা থেকে তাকে গ্রেফতারের জন্য বলা হলে ভোরের দিকে বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়,তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম ঢাকা থেকে তাকে নিতে আসছে। তারা আসলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এরআগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

এর আগে ঢামেকে চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ সঞ্জয় পাল জয়,সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়নসহ চারজনকে আসামি করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে প্রথম গ্রেফতার সঞ্জয় পাল।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category