কক্সবাজারের টেকনাফের ইয়াবা সম্রাট ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যানেজার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি জাফর আহমেদকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (০১ নভেম্বর) সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন এ তথ্য জানান।
আটক জাফর টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান।
এর আগে ২০২১ সালে দুর্নীতির অভিযোগে কারাগারে যেতে হয় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে।
চলতি বছরের মে মাসে টেকনাফের উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জাফর আহমদ। তিনি এর আগেও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ডিআই/এসকে