পোশাক শিল্পে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানির অভিযোগে ইসতিয়াক আহম্মেদ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ বলছে,গ্রেফতার হৃদয় ছাত্রলীগ নেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
ইনামুল হক বলেন,‘পোশাক শিল্পে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ডিআই/এসকে