মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ মো. সাজ্জাত আলী। আজ বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরে বিদায়ী কমিশনার মো. মইনুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। শেখ মো. সাজ্জাত আলী ডিএমপির ৩৭তম কমিশনার হলেন।
আর বিদায়ী কমিশনার মইনুল হাসানকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন পুলিশ কর্মকর্তা সাজ্জাত আলীকে চুক্তিভিত্তিক দুইবছরের জন্য ডিএমপি কমিশনার করে প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে গত সোমবার এক প্রজ্ঞাপনে সাজ্জাত আলীর চাকরি পুর্নবহাল করা হয়।
সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। মেধাবী, কর্মঠ ও সৎ পুলিশ অফিসার হিসেবে বাহিনীতে সুনাম আছে সাজ্জাত আলীর। পুলিশের এই কর্মকর্তার বাড়ি ঝিনাইদহের শৈলকূপায়।
ডিআই/এসকে