প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজায় বিশেষ করে প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌপুলিশ। দেশব্যাপী সব গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে নৌপুলিশের নৌ পেট্রোলিং ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহা.আবদুল আলীম মাহমুদ।
নৌপুলিশ সদর দপ্তরে আসন্ন‘শারদীয় দুর্গাপূজা ২০২৪’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক,মহানগর সার্বজনীন পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ সার্বজনীন পূজা কমিটি,সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন ও নৌপুলিশের সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে নৌ অধিক্ষেত্রে স্থাপিত বিভিন্ন পূজামণ্ডপ এবং প্রতিমা বিসর্জনে নৌপুলিশের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সভায় অংশীজনরা নিজ নিজ এলাকায় পূজা পূর্ববর্তী,পূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গাপূজা পরবর্তী-এ তিন স্তরের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
সভায় নৌপুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, ‘যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে নৌপুলিশের কন্ট্রোলরুম স্থাপন করা,পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা,অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে নৌকায় না ওঠা প্রভৃতি বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখতে হবে।
ডিআই/এসকে