দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সদস্যদের নির্দেশনা দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) আনসারের ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। তিনি এ নিদের্শনা প্রদান করেন। এ সময় তিনি দেশের সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই বৃহৎ বাহিনীকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন।
এরপর মহাপরিচালক ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।
কালাদহ ক্লাব পরিদর্শনকালে তিনি বলেন “কালাদহ ভিডিপি মডেল বাংলাদেশের সব জায়গায় পৌছে দিতে পারলে আমাদের আর পিছনে তাকাতে হবে না। বাংলাদেশ পুনর্জম্মের যে সুযোগ তৈরি হয়েছে তাতে কালাদহ মডেল অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আগামীতে সকল সদস্যদের অনুপ্রাণিত করতে অবদান রাখবে।” তিনি আরও বলেন, “কালাদহ অভিজ্ঞতা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে কালাদহ আনসার-ভিডিপি ক্লাব হবে সারা দেশের ভিডিপি সক্ষমতার মডেল।”
এছাড়া বুধবার তিনি নালিতাবাড়ী,শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশ্যে ময়মনসিংহ ত্যাগ করবেন। এ সফরে তার সঙ্গী হিসেবে আছেন আনসারের উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।
ডিআই/এসকে