রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ধানমন্ডিতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে বাসায় প্রবেশ করে লুটপাটের চেষ্টা;গ্রেফতার ১৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধ হয়ে ধানমন্ডিতে রাতে জোর করে বাসায় প্রবেশের চেষ্টার ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।

গ্রেফতারকৃতরা হলেন, মো. হাসিবুল হাসান (৩৩), মো. গোলাম মোরশেদ (৩২), মাহমুদুল হাসান শিমুল (২০), আবু সালেহ হিরন (২৬), রুবেল হাওলাদার (২৭), আজিজুল ইসলাম (২১), মাহফুজুর রহমান (২৬), মোস্তাফিজুর রহমান (২৬), ইয়াসিন আরাফাত (২০), মো. ইব্রাহিম (১৯), জিহাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৬) ও শেখ শাহরিয়ার আহমেদ (১৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাজা ৫টি লোহার রড ও ৫টি বাঁশের লাঠি জব্দ করা হয়।

বুধবার রাত ১১টার দিকে ধানমন্ডির ১৩/এ রোডের ১৩ নং বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার রাত সোয়া দশটার দিকে গ্রেপ্তারকৃত ১৩ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ধানমন্ডির ১৩/এ নং রোডের ১৩ নং বাসায় অর্থ, অলংকার, মূল্যবান জিনিসপত্র লুটপাট করার উদ্দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দলবদ্ধভাবে জোর করে প্রবেশ করে বাসার কয়েকটি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে এবং বাসার কয়েকটি ফ্ল্যাটে কলিংবেল বাজায় ও দরজা ভাঙ্গার চেষ্টা করে। এসময় বাসায় প্রবেশ করার সাথে সাথে ওই বাসার সিকিউরিটি গার্ডদের মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ খবরে ধানমন্ডি ৩২ নং এর পুলিশ ফাড়ির একটি টিম দ্রুততম সময়ের মধ্যে সেখানে গিয়ে আশেপাশের বাসার সিকিউরিটি গার্ড ও রাস্তার পথচারীদের সহযোগিতায় তাদেরকে সেই বাসায় অবরুদ্ধ করে। তৎক্ষনাৎ ধানমন্ডি থানা পুলিশের রাত্রিকালীন টহলরত একটি টিম ও সেনাবাহিনীর টহলরত একটি টিম এসে তাদেরকে গ্রেফতার করে।

এ ঘটনায় বিল্ডিংয়ের ম্যানেজার আব্দুল মান্নানের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দিবাগত রাত সোয়া দুই ঘটিকায় ধানমন্ডি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করা হয়।

তালেবুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category