পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৪ এর অর্ধ- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাব,পটুয়াখালী’র আয়োজনে এ ক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ অর্ধ বার্ষিক – সাধারণ সভায় এসময় সমাপনী বক্তব্য রাখেন মোঃ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি, পটুয়াখালী প্রেসক্লাব,পটুয়াখালী। উক্ত সাধারণ সভায় অর্ধ বার্ষিক ও আয় এবং ব্যয় সংক্রান্ত প্রতিবেদন রিপোর্ট পেশ করেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হৃদয় ও অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান। সভায় এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ও নির্মল কুমার রক্ষিত এবং সাবেক সভাপতি গোলাম কিবরিয়া,স্বপন ব্যার্নাজী ও মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মুফতী সালাউদ্দিন,অর্থ সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার ও সদস্য জাকির মাহামুদ সেলিম এবং বর্তমান কার্যকরী কমিটির সদস্য বিলাস দাস প্রমুখ।পটুয়াখালী প্রেসক্লাবের অর্ধ- বার্ষিক সাধারণ সভায় এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ এবং মুজাহিদুল ইসলাম প্রিন্স ও বর্তমান কার্যকরী কমিটির যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিনা আফরিন সহ বর্তমান কমিটির ও সাবেক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য এবং প্রাথমিক সদস্যরা উপস্থিত ছিলেন।