চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’নামে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। ফায়ারের পাশাপাশি অগ্নি নির্বাচনে যোগ দিয়েছে কোস্ট গার্ডও।
সোমবার(৩০ সেপ্টেম্বর ) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান,পতেঙ্গায় বাংলার জ্যোতি নামে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর পেয়ে অতিদ্রুত প্রথমে কোস্ট গার্ড জাহাজ প্রমত্ত,মেটাল শার্ক ও দুইটি অগ্নিনির্বাপনী দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে নৌবাহিনী,বিমানবাহিনী ও ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ইউনিট সমূহ যোগদান করে। বর্তমানে অগ্নি নির্বাপন দলসমূহ তাদের কার্যক্রম চলমান রেখেছে।
ডিআই/এসকে