রাজবাড়ী জেলার পাংশা থেকে ৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তির নাম মো.হাসিবুল (৩৪)।
শুক্রবার সকালে মোটরসাইকেল যোগে এসব মাদক বহনকালে র্যাব-১০, সিপিসি-৩ এর একটি তাকে আটক করে।
শনিবার (২১ সেপ্টেম্বর ) র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার এসব তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ীগামী মহাসড়কের উপর একটি অভিযান পরিচালনা করে। অভিযানে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও দুইকেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেলযোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে মাদক মামলা রজু করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে