রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
Logo পল্লবীতে ২৪ লিটার চোলাই মদসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার Logo বাইক চালাতে পারেন না তবুও সাথে হেলমেট রাখতেন শুভ্র! গ্রেফতারের পর বেরোলো রহস্য Logo সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেফতার Logo আমরা মাঠে আছি,নির্ভয়ে পূজামণ্ডপে যাবেন: সেনাপ্রধান Logo ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৭৪৯ মামলা,জরিমানা আদায় প্রায় ৩১ লাখ Logo দোষী সাব্যস্ত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নির্বাচন কমিশনকে আওয়ামীকরণের সফল কারিগর সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে ব্যস্ত Logo আনসার বিদ্রোহ:এখনো সাড়ে ৮ হাজার আনসার সদস্য সাময়িক স্থগিত অবস্থায় আছে Logo দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে নিরাপত্তা দিবে ২ লক্ষাধিক আনসার Logo হারুন সম্পর্কে যা বললেন নতুন ডিবিপ্রধান

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৪ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:১৭ অপরাহ্ন

পুলিশের ডিআইজি,অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, বদলি বা পদায়নকৃতদের ঢাকা, শিল্পাঞ্চল, রেলওয়ে, নোয়াখালী, খাগড়াছড়ি, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, বরিশালে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার (ঢাকা) মীর আশরাফ আলীকে বিশেষ শাখায়, পুলিশ অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক মো. হায়দার আলী খানকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানকে উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলমকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার সাইফুল্লাহ আল মামুনকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়কে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলমকে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (খাগড়াছড়ি) অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবীকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়কে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম কমিশনার হামিদা পারভীনকে এপিবিএনে হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. মোকতার হোসনকে পুলিশ একাডেমিতে (সারদা) অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

অপরদিকে বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামকে একই পদে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার, অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে রেলওয়ে পুলিশ ঢাকায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (রংপুর) উত্তম কুমার পালকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (ঢাকা রেঞ্জ) মো. সাজ্জাদুর রহমানকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, অতিরিক্ত ডিআইজি (পুলিশ অধিদপ্তর) প্রলয় কুমার জোয়ারদারকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, অতিরিক্ত পুলিশ কমিশনার (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ) আ.স.ম মাহাতাব উদ্দিনকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (রাজশাহী রেঞ্জ) বিজয় বসাককে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, অতিরিক্ত ডিআইজি (রংপুর রেঞ্জ) এস এম রশিদুল হককে পুলিশ একাডেমিতে (সারদা), অতিরিক্ত ডিআইজি (খুলনা রেঞ্জ) জয়দেব চৌধুরীকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, পুলিশ সুপার (পুলিশ অধিদপ্তর) মোহাম্মদ আমজাদ হোসাইনকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং রংপুর মহানগরী পুলিশ উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেনকে এন্টি টোরোরিজম ইউনিট ঢাকায় পুলিশ সুপার পদে সংযুক্ত করা হয়েছে।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category