বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন

পুলিশের লুট হওয়া ১৮১৪ অস্ত্র ও ৮৭ হাজার ৪০ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ১ হাজার ৮১৪টি অস্ত্র ও ৮৭ হাজার ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেন।

ইনামুল হক সাগর জানান,সম্প্রতি লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ১৮১৪টি। গুলি ৮৭০৪০ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ২৬৪৭টি এবং সাউন্ড গ্রেনেড ২৯২টি।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত সাবেক পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।

ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ,ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category