বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

পোশাক ফেরত চান চাকুরিচু্ত্য পুলিশ সদস্যরা,অন্যথায় আন্দোলনের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৬ Time View
Update : শনিবার, ১০ আগস্ট, ২০২৪, ২:৫০ অপরাহ্ন

বিগত সরকা‌রের আম‌লে বিভিন্ন কারনে চাকুরিচু্ত্য পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল করে তাদের পোশাক ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন চাকুরিচু্ত্য পুলিশ সদস্যরা। একই সঙ্গে চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তারা।

রবিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর ফুলবাড়ীয়া পুলিশ হেডকোয়ার্টার এর সামনে বিগত সরকা‌রের আম‌লে বিভিন্ন কারণে চাকুরিচু্ত্যদের,চাকরিতে পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

এসময় চাকুরিচু্ত্য পুলিশ সদস্যদের সমন্বয়ক চাকুরিচু্ত্য সাব ইনেস্পক্টর তৌহিদ বলেন,বিগত সরকারের আমলে বিভিন্ন কারনে নানান ভাবে আমাদের হয়রানি করে চাকরিচ্যুত করা হয়েছে। কেউ ফেসবুক কোন পোষ্ট দেয়ার কারনে চাকরিচ্যুত হয়েছে। কেউবা আবার কোন পোস্টে কমেন্ট করে চাকরিচ্যুত হয়েছে। কারন ছাড়াও বিভিন্ন জনকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেক সসদস্যদের নামে মাদক সেবনের অভিযোগ তুলে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা এই বৈষম্য চায় না। আমরা চায় জনগনের পুলিশ হয়ে কাজ করতে। আমরা জনগণের পুলিশ হয়ে কাজ করছিলাম বলেই আমাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তিনি বলেন,আমরা বৈষম্য চায় না। আমরা চায় আমাদের চাকরি ফিরিয়ে দেয়া হোক। আমরা আমাদের পোশাক ফেরত চায়। তা না হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।হয় আমাদের পোশাক ফিরিয়ে দিতে হবে না হলে বিষ কিনে দিতে হবে।

এদিকে বেলা ১টার পর মানববন্ধন কর্মসূচি শুরু হলে তাদেরকে ডাকদেন নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপর আন্দোলনরতদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ হেডকোয়ার্টারে প্রবেশ করেন। এসময় মানববন্ধন সাময়িক স্থগিত করাহয় এবং প্রতিনিধি দলের সু-বার্তা পেলে মানববন্ধন স্থগিত করা হবে বলে জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে মানববন্ধন চলবে বলেও জানান তারা।

ডিআই/এসকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category