রাজধানীর কেরানীগঞ্জে বিয়ের পরদিনই প্রেমিকের সহযোগিতায় স্বামীকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন অপহরণের পরিকল্পনাকারী স্ত্রী, তার প্রেমিকসহ চক্রের পাঁচজন। ভুক্তভোগী স্বামীর নাম মো. ফয়সাল (৩০)।
গ্রেফতারকৃতরা হলেন, ফয়সালের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস (১৮), তার প্রেমিক মো. রিফাত শিকদার (১৯), মোহাম্মদ রাজ (২১), মো. মেহেদী হাসান (১৯), মোছা. কাশফিয়া আক্তার (১৫)।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলের একটি বাড়ি থেকে র্যাব-১০ এর একটি দল তাদের গ্রেফতারসহ অপহৃত স্বামীকে অক্ষত উদ্ধার করে।
র্যাব বলছে, বিয়ের পরের দিন ফয়সালকে অপহরণের পরদিন তার কাছে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবী করে জান্নাতুল ও তার প্রেমিক। এই টাকা নিয়ে তারা অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল।
রবিবার সকালে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
তাপস কর্মকার বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জের বেয়ারা বাজার এলাকায় বসবাসকারী মো. ফয়সাল (৩০) গত ৭নভেম্বর পারিবারিক সম্মতিক্রমে একই এলাকার মোছা. জান্নাতুল ফেরদৌসকে (১৮) বিয়ে করেন। এর পরদিন সন্ধ্যা ৬টার দিকে ফয়সাল ও তার স্ত্রী জান্নাতুল দক্ষিণ কেরাণীঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে যায়। তার দুই ঘণ্টা পর জান্নাতুল একা তার স্বামীর বাসায় গিয়ে তার শাশুড়ীকে জানায় যে, অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি ফয়সালকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজি যোগে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়েছে।
এ ঘটনা শুনে ফয়সালের মা তার আত্মীয়স্বজনদের নিয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে অজ্ঞাত অপহরণকারীরা ফয়সালের মায়ের মোবাইল নম্বরে ফোন করে ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০ টাকা দাবি করে অন্যথায় তারা ভিকটিম ফয়সালকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে ফোন রেখে দেয়। পরবর্তীতে ফয়সালের মা বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ফয়সালকে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব জানায়, বিষয়টি জানতে পেরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম ফয়সালকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে এবং মামলার রজুর ১ ঘন্টার মধ্যে শনিবার সন্ধ্যায় মতিঝিলের গোপীবাগ এলাকায় থেকে অপহৃত ভিকটিম ফয়সালকে অক্ষত অবস্থায় উদ্ধার করাসহ অপহরণকারী চক্রের মূলহোতা রিফাত শিকদার, মোহাম্মদ রাজ (২১) ও মো. মেহেদী হাসানকে (১৯) গ্রেফতার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই তারিখে ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকা হতে অপহরণকারী চক্রের অপর দুইজন আসামী মোছা. কাশফিয়া আক্তার (১৫) ও ভিকটিম ফয়সালের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, ভিকটিম ফয়সালের স্ত্রী জান্নাতের সাথে আসামী রিফাতের বেশ কিছুদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। অতঃপর ফয়সালের সাথে জান্নাতের বিয়ের পরেরদিনই রিফাত ও জান্নাত তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সহযোগীদের সহায়তায় ভিকটিম ফয়সালকে অপরহণ করে এবং ফয়সালের মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবী করে। উক্ত টাকা নিয়ে রিফাত ও জান্নাত অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছিল বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে